• 28 Apr, 2024

নির্বাচনের পর ‘আরব বসন্তে’র ঝুঁকি কতটা বাস্তব কতটা জুজু?

নির্বাচনের পর ‘আরব বসন্তে’র ঝুঁকি কতটা বাস্তব কতটা জুজু?

চলতি বছরের প্রায় পুরোটা সময় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অনেক কথা বলেছে। ঢাকায় সরব ছিলেন তাদের কূটনীতিকরাও।

 তবে নির্বাচনের আগ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ‘আলোচিত’ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপও নেই আগের মতো।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অন্য কূটনীতিকদের নীরব অবস্থানের মধ্যেই বাংলাদেশে সম্ভাব্য ‘আরব বসন্তে’র মতো বিপ্লব বা অভ্যুত্থানের ঝুঁকির কথা বলছে রাশিয়া। শুধু তাই নয়, বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক আছে বলেও মনে করেছে মস্কো।