রোববার (২৫ মে) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন দলটির আমির আবু জাফর কাসেমী।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। একইসঙ্গে নতুন কমিটিকে আমলে নেওয়ার আবেদনও করেছে দলটি।
তিনি আরও বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।
বৈঠকের আলোচনার বিষয়ে নিজেদের অন্তর্কোন্দল দূর হওয়ায় ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান নেতারা।