• 22 Apr, 2024

নির্মাতাকে হত্যা, আঁতকে ওঠলেন জয়া-ফারুকী

নির্মাতাকে হত্যা, আঁতকে ওঠলেন জয়া-ফারুকী

ইরানের নিউ ওয়েব ফিল্ম মুভমেন্টের অন্যতম পথিকৃৎ, কিংবদন্তি নির্মাতা দারিউশ মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডের খবরে শুধু ইরান নয়, বিশ্ব চলচ্চিত্র অঙ্গনও কেঁপে উঠেছে।

বাদ যায়নি বাংলাদেশও। কিংবদন্তী এই নির্মাতা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের খবরে আঁতকে উঠেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ ঘটনায় দু’জনেই নিজেদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ফেসবুকে জানিয়েছেন। 

 

জয়া আরও লেখেন, ‘এত অপূর্ব সব সিনেমা বানিয়ে ইরানকে যিনি পৃথিবীর সামনে গর্বের সঙ্গে তুলে ধরলেন, কে তাকে এভাবে হত্যা করতে পারল? এমন একজন মানুষেরও কি এমন নিষ্ঠুর শত্রু থাকতে পারে? মৃত্যুর সময়েও নিশ্চয় দারিউশ মেহরজুই অবাক হয়ে সে কথাই ভাবছিলেন!’

দারিউশকে কখনোই মন থেকে মুছে ফেলা সম্ভব না জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘যেই তাকে হত্যা করুক, আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই।’

দারিউশের হত্যাকাণ্ডকে ‘ভয়ানক’ আখ্যা দিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘কী ভয়ংকর খবর! ইরানের নিউ ওয়েব ফিল্ম মুভমেন্টের অন্যতম পথিকৃৎ, দারিউশ মেহেরজুইকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া গেছে তার বাড়িতে। তার স্ত্রী ওয়াহিদেহ-কেও খুন করা হয়েছে। ভয়ানক!’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর  দারিউশের মেয়ে মোনা মেহেরজুই রাতে যখন বাবা-মাকে দেখতে তেহরানের বাসায় যান, তখনই তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান। দুজনের গলায় ছুরির আঘাত ছিল। এ ঘটনায় চার জনকে শনাক্ত করা হয়েছে এবং দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ।