সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় ফের কবে বিয়ে করছেন? জবাবে মোনালিসা বলেন, আমি ভেবেছি এই পুরো দায়িত্বটা দর্শকদের ওপর ছেড়ে দেব। তারাই সবকিছু নির্ধারণ করবে এটাই ভালো হবে।
শুধু বিয়ে নয়, কথা হয়েছে তার রূপ এবং তারুণ্যের রহস্য নিয়েও। বিষয়টি নিয়ে তিনি বলেন, রূপ এবং তারুণ্যের রহস্য হচ্ছে দর্শকদের ভালোবাসা। কারণ, দর্শকেরা চান না আমার বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাই। এ কারণেই আমার বয়স বাড়ছে না।
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মনের মতো কাউকে পেলেই আবার বিয়ে করবেন তিনি।
মোনালিসার কথায়, ‘সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না। এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু ব্যাপার আছে।’
দর্শকদের জন্য চমক আসছে জানিয়ে তিনি বলেন, ‘দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেকগুলো পরিকল্পনা চলছে, দেখি কী হয়।’
প্রসঙ্গত, বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান মোনালিসা। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।
বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হলেও মোনালিসার সেই সংসার সুখের হয়নি। মাত্র বছরখানেকের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা।