• 13 Jul, 2024

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে প্রস্তুতি চলছে

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে প্রস্তুতি চলছে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আলতাব হোসেনের উদ্যোগে প্রস্তুতি চলছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন-হাজী রজ্জব হোসেন, সভাপতি রুপনগর থানা আওয়ামীলীগ,হাজী মঞ্জুর রহমান (মনু মোল্লাহ),সাংগঠনিক সম্পাদক পল্লবী থানা আওয়ামীলীগ, মো. তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর,পল্লবী থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালমা কামাল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান,৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হালিম মজুমদার,আদর্শনগর প্লট মালিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো. বাচ্চু বেপারী, সুশীল সমাজের প্রতিনিধি ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাস বুলু, পল্লবী থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন রনি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের কার্যনিবার্হী সদস্য সুলতান সরদার প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে উপলক্ষে যৌথ বিবৃতিতে নেতারা বলেন- কিউবার অবিসংবাদিত নেতা ফিডেল ক্যাস্ট্রোর ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন, ফিডেল ক্যাস্ট্রো যথার্থই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ‘আমি হিমালয়কে দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এ মানুষটি ছিলেন হিমালয় সমান।’