নড়াইল জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) নড়াইল সদর উপজেলা বিএনপি ও নগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি তিলাওয়াত হোসেন বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার, শাহিন উল্লাহ মোহন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, লোহাগড়া বিএনপির সভাপতি ও সম্পাদক, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি নামের হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ আরও অনেকে।
নেতারা শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির আলোকে বর্তমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। বক্তারা বলেন, “নির্বাচনে নয়-ছয় হলে বিএনপি মাঠে নামবে। অতীতে যেমন স্বৈরাচার এরশাদ ও আওয়ামী শাসন পতনের আন্দোলনে সামনে ছিল, ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠায় কোন আপোষ করা হবে না।”