• 18 Jun, 2025

নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম পদ ছাড়লেন বর্ষীয়ান রাজনীতিক আব্দুর রউফ মান্নান

নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম পদ ছাড়লেন বর্ষীয়ান রাজনীতিক আব্দুর রউফ মান্নান

রাজনীতির দীর্ঘ পথচলার এক অধ্যায় শেষ করলেন প্রবীণ নেতা আব্দুর রউফ মান্নান। তিনি নাগরিক ঐক্য-এর প্রেসিডিয়াম সদস্য এবং সাধারণ সদস্য পদ থেকে ১৮ এপ্রিল ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

একটি চিঠির মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি, যা বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে। চিঠিতে আব্দুর রউফ মান্নান উল্লেখ করেন, নাগরিক ঐক্যের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে "ধন্য ও গৌরবান্বিত" মনে করেছেন। বিশেষ করে মাহমুদুর রহমান মান্নার ক্যারিশম্যাটিক নেতৃত্ব থেকে তিনি রাজনীতির অনেক জানা-অজানা বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং এর ফলে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ সম্ভব নয়। এই বাস্তবতা বিবেচনা করেই তিনি সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি গ্রহণ করছেন।

আব্দুর রউফ মান্নান দীর্ঘদিন ধরে নাগরিক ঐক্যের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার এই অবদান এবং অভিজ্ঞতা ভবিষ্যতের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সহকর্মীরা।