টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফসহ ক্রিকেটাররা দেশে ফিরেছেন সপ্তাহখানেক আগে। দেশে ফিরে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক্স ম্যানেজারের দায়িত্ব পালন করেন নাফিস ইকবাল। তিনি হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। অসুস্থতার পর তাকে চট্টগ্রাম থেকে এয়ার এম্বুলেন্সে করে গতকাল (শুক্রবার) বিকেলে ঢাকায় নিয়ে আসা হয়।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গতকাল রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নাফিসের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, ‘নাফিস ইকবাল আজ সকালে অনেক মাথাব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। সেখানে প্রাথমিক স্ক্যান করানোর পর আমরা জানতে পারি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করি। বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে ভর্তি হয়।’
তিনি আরও বলেন, ‘নাফিস সেরিব্রেল ভেনাস কম্পোসিস নামের এক সমস্যায় ভুগছে। অর্থাৎ রক্তজমাট বেধেছে তার মস্তিষ্কের ভেনাস অংশে। তবে এখন স্থিতিশীল রয়েছে। যে প্যারামিটারগুলো দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার ডাক্তাররা আশা করছে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানেই ভর্তি রাখা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’
শঙ্কার পরিস্থিতি কেটে উঠলেও, কয়েক সপ্তাহ নাফিসকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান দেবাশীষ, ‘(নাফিস) স্টেবল আছে। এসব ক্ষেত্রে প্রথম দিনটা একটু পর্যবেক্ষণে রাখতে হয়। আজকে রাতটা ও এইচডিও ইউনিটে থাকতে হবে। কালকে অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ১০ জন নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়েছে। ম্যাচের ২৫ মিনিটে মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন লাল কার্ড দেখেন। মাঠ ছাড়ার সময় তিনি ঐ ম্যাচের রেফারি সায়মন সানির উদ্দেশ্য অসম্মানজনক মন্তব্য করেন।
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার গতিতে বল করেছেন নেট দুনিয়ায় হৈ-চৈ পড়েছে। যদিও নেটিজেনদের বেশিরভাগই সেটি নিয়ে কৌতুকে মেতেছেন। আদতে ভুলটা করেছে বলের গতি নির্ণয়কারী প্রযুক্তি স্পিডোমিটার।