• 02 Dec, 2024

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি সালেহ সম্পাদক জসিম

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের  বার্ষিক  কমিটি গঠন সভাপতি  সালেহ সম্পাদক জসিম

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সম্মেলনে ২০২৩-২০২৪ মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আবু সালেহ (দৈনিক খোলা কাগজ) ও সাধারণ সম্পাদক পদে এইচ এম জসিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ ) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই)  সন্ধ্যায়  প্রেসক্লাব কার্যালয়ে  প্রধান নির্বাচন কমিশনার এইচ এম শহিদুল ইসলাম ও সহকারী  নির্বাচন  কমিশনার মোঃ শামীম আহসান মল্লিকের পক্ষে মোরেলগঞ্জের একসময়ের প্রখ্যাত সাংবাদিক  অধ্যাপক মনিরুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
 
এছাড়া এ কমিটির সিনিয়র  সহ-সভাপতি পদে  মোঃ সাইফুজ্জামান রিপন (দৈনিক যায়যায়দিন), সহসভাপতি পদে কেএম শহিদুল ইসলাম ( দৈনিক  দেশের  কন্ঠ), সহ সাধারণ সম্পাদক  পদে মেজবাহ ফাহাদ ( দৈনিক ইনকিলাব),   অর্থ সম্পাদক পদে  (দৈনিক প্রভাত),  দপ্তর সম্পাদক পদে শিব সজল যীশু  ঢালী (দৈনিক  দক্ষিণাঞ্চল), প্রচার সম্পাদক পদে এখলাস শেখ (দৈনিক ক্রাইম তালাশ) এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি    এইচএম শহিদুল ইসলাম  (দৈনিক আমাদের  সংবাদ ও দৈনিক আমাদের প্রবাহ), এম এ জলিল ( দৈনিক ভোরের  ডাক) ও মোঃ হাসানুজ্জামান  বাবু ( দৈনিক নওয়াপাড়া) নির্বাচিত হয়েছেন। সদস্য সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, (দৈনিক ভোরের দর্পন দৈনিক লোক সমাজ মুবি বাংলা টিভি ) মোঃ নাজমুল তালুকদার, মোঃরফিকুল ইসলাম,(দৈনিক আমার একুশ) মোঃ আলী হায়দার সগীর, (দৈনিক অর্নিরবান) এস এম  সাইফুল ইসলাম কবির, (দৈনিক সংবাদ প্রতিদিন ও ডেইলি অবজারভার);  মোঃ তাজুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা) ।