মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের অষ্টম মিনিটে দারুণ এক ফিল্ড গোলে মোহামেডানকে এগিয়ে নেন দীপু (১-০)। ম্যাচের ২৪ মিনিটে ফয়জাল বিন সারির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান (২-০)।
বিরতির পর সাধারণ বীমা গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। রবির চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে দলটি। পরে ফয়জাল মোহামেডানকে আরেকটি ফিল্ড গোল উপহার দেন। সাদা-কালোরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে বীমার জালে আরও দুই গোল পুরে শহিদুল্লাহ টিটুর শিষ্যরা। ৫৭ মিনিটে সৈকত এবং পরের মিনিটে জিমির ফিল্ড গোলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
বাংলাদেশ পুলিশ এসসির জার্সিতে পাকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার ইহতিসাম আসলাম হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এছাড়া জয়ী দলের অধিনায়ক আব্দুল মালেক ২টি এবং দুই ভারতীয় গুরজিত সিং ও মানপ্রীত সিং সমান ২টি করে গোল করেন। ভিক্টোরিয়া ফরোয়ার্ড শহিদুল ইসলাম ২ গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।