• 30 Nov, 2023

মিরপুরে গণপিটুনিতে এক চোরের মৃত্যু

মিরপুরে গণপিটুনিতে এক চোরের মৃত্যু

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় গণপিটুনিতে মো. শাকিল নামে এক চোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় স্বপ্ননগর প্রজেক্ট-২ এর ১৯ নম্বর ভবনে চুরি করার সময় মো. শাকিল ও মো. ফিরোজকে আটক করে ঐ প্রজেক্টের সুপারভাইজার ও শ্রমিকরা। এরপর সেখানকার নির্মাণাধীন বিল্ডিংয়ের শ্রমিকরা তাদের গণপিটুনি দেয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ এসে মো. শাকিল ও মো. ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদেরকে প্রথমে কিংস্টন হাসপাতালে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর পল্লবী থানায় নেওয়া হয়। শাকিল আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মো. শাকিলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

এই ঘটনায় পল্লবী থানায় মামলা রুজু হয়েছে।