• 21 Jul, 2024

‘মিমিকে হজম করা বেশ কষ্টকর’

‘মিমিকে হজম করা বেশ কষ্টকর’

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ’-এ অভিনয় করছেন টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। প্রথমবারের মতো মিমির সঙ্গে কাজ করে আবীরের উপলব্ধি ‘মিমি এমন, যাকে সহজে হজম করা যায় না!’

বরাবরই স্পষ্টবাদী অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। পর্দায় এবং বাস্তবে খুব বেশি ফারাক নেই তার মাঝে। সম্প্রতি এক আড্ডায় অভিনেত্রীকে নিয়ে আবীর বলেন, ‘মিমি হলো পোলাও-খাসির মাংসের যুগলবন্দি, খেতে অনবদ্য। তবে হজম করতে না পারলে চাপ আছে।’

অভিনেতার এমন মন্তব্য অবশ্য মজার ছলেই ছিল। কারণ আবীরকে ওই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদেরকে নানা খাবারের সঙ্গে তুলনা করতে বলা হয়। এরপরই মিমিকে নিয়ে এমন মন্তব্য তার। 

আবীরের পাশেই ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। খানিক হেসে যেন সম্মতি জানান তিনিও। অন্য দিকে আবীরকে রেজালার সঙ্গে তুলনা করেন প্রবীন এই অভিনেতা। আর দার্জিলিং চায়ের আভিজাত্যের সঙ্গে ভিক্টরের তুলনা করেন আবীর।