• 13 Sep, 2024

মহানায়িকার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় হচ্ছে ভিন্নধর্মী আয়োজন

মহানায়িকার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় হচ্ছে ভিন্নধর্মী আয়োজন

বাংলা সিনেমার স্বর্ণযুগ বললেই সবার আগে দুজনের নাম মনে পড়ে। মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন। তারা ছিলেন ওই সময়কার সবথেকে হিট জুটি। সামনেই অভিনেত্রীর ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে একটি ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে।

সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতার বুকে একটি প্রদর্শনী হতে চলেছে। আর সেখানেই থাকবে মহানায়িকার অভিনয় করা সব সিনেমার আসল পোস্টার। ২০১৮ সালের পর আবার এ বছর এই উদ্যোগ নেওয়া হয়। তবে এখানে কেবল সুচিত্রা সেনের সিনেমার পোস্টার থাকবে যে সেটা নয়। থাকবে তার ছবির বুকলেট, গানের বই, তার করা সেই একটিই গানের রেকর্ড, ইত্যাদি। সুচিত্রার স্মৃতিতে ভর্তি একটি প্রদর্শনী হবে এটা।

এটি আগামী ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আইসিসিআরের অবনীন্দ্রনাথ গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে সুচিত্রা। প্রদর্শনীর জন্য বিশেষ পোস্টার ডিজাইন করেছেন দিল্লির বিশিষ্ট ইলাস্ট্রেটর সিড ঘোষ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অতি উত্তম। মৃত্যুর ৪৪ বছর পর, নতুনভাবে নতুন রূপে নতুন সিনেমায় আবারও সংলাপ বলে, হেঁটে চলে বেড়িয়েছেন উত্তম কুমার।