মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকার পুরাতন বিমান বন্দর এলাকায় এই তোপধ্বনি করা হয় বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং খ্যাতিমান চিকিৎসক প্রয়াত অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী'র (ডা. বি. চৌধুরী) আত্মার মাগফেরাত কামনায় আগামী ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ, রোড নং ৩৬, গুলশান-২, ঢাকা) বাদ আছর দু'আ-মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
একটি কার্যকর হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম গড়ে তোলার জন্য সকল অংশীদারদের সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।