শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে এই টাওয়ারের সামনে নিরাপত্তার স্বার্থে অবস্থান নিয়েছে বনানী থানা পুলিশের একটি দল। তারা এই ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে টাওয়ার সামনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের উপ-পরিদর্শক তৌকির আহমেদ জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন ফ্লোরে অফিস রয়েছে, অনেক অফিসের মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তাই এগুলোর নিরাপত্তার জন্য ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, বিদ্যৎ, মালামালের ভাঙা অংশসহ অনেক কারণেই ভেতরে অবস্থান এখনও অনিরাপদ। তাই এগুলো সব ঠিক করার পর, আমরা ভবনের অফিসের জন্য নেওয়া ভাড়াটিয়াদের ঢুকতে দেব।
এদিকে শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, মহাখালীর খাজা টাওয়ারের আগুন সকাল ৮টা ৪৫ মিনিটে সম্পূর্ণরুপে নির্বাপণ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২ ইউনিট। এছাড়া ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।