• 22 May, 2024

মেয়েকে ‘বাঘের বাচ্চা’ বললেন বিপাশা! কী করলো ছোট্ট দেবী?

মেয়েকে ‘বাঘের বাচ্চা’ বললেন বিপাশা! কী করলো ছোট্ট দেবী?

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু আপাতত একমাত্র মেয়ে দেবীকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মেয়ের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বিপাশা—তা ভাগও করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।

 বিপাশার ছোট্ট দেবী সামাজিক মাধ্যমে বেশ পরিচিত। বিপাশা ভক্তদের নয়ন মণি। তার বিভিন্ন কাণ্ডকারখানা দেখতে মুখিয়ে থাকেন তারা। 

বিপাশা-করণ গ্রোভার দম্পতির মেয়ে দেবী সদ্য হামা দিতে শিখেছে। এর আতে আহ্লাদে আটখানা মা। তড়িঘড়ি সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছেন। বুধবার রাতে সেই ভিডিও শেয়ার করেছেন। আর বিপাশার আনন্দে আনন্দিত তার ভক্তরাও। এক ঝলকে দেখা গেছে দেবী নীল রঙের জামা পড়েছে। তাতে গোলাপি রঙের ফুল আঁকা। একই রঙের হেয়ার ব্যান্ড, মোজায় সেজেছে সে। খাটের উপরে ছেড়ে দিতেই তাকে আর পায় কে! তড়তড়িয়ে সারা খাট ঘুরে বেড়াতে শুরু করে সে। তা দেখে গর্বিত মায়ের বক্তব্য, ‘আমার ছোট্ট বাংলা বাঘ’!