• 05 May, 2024

মধ্যপ্রাচ্যের চেয়ে আজ বাংলাদেশের তাপমাত্রা বেশি

মধ্যপ্রাচ্যের চেয়ে আজ বাংলাদেশের তাপমাত্রা বেশি

বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। রাজধানী ঢাকাতেও আজ শনিবার (২০ এপ্রিল) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। রোদের প্রখরতা এতই বেশি ছিল যে দুপুর বেলা ঘর থেকে বের হওয়ার পর মনে হচ্ছিল শরীর যেন পুড়ে যাচ্ছে।

বাংলাদেশে এখন যে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এমন তাপমাত্রা দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে আজ বাংলাদেশের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়েও বেশি ছিল।

 

বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। এখানে খুব বেশি গরম পড়ে না আবার খুব শীতও পড়ে না। তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার এমন পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে। গত দুই বছরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সব জায়গায় অসহনীয় তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এর কারণে হিটস্ট্রোকসহ অন্যান্য রোগবালাই বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: অ্যাকুওয়েদার