• 15 Jan, 2025

মালেশিয়ার বিপক্ষে ম্যাচে টাইগ্রেসদের রেকর্ডের বন্যা

মালেশিয়ার বিপক্ষে ম্যাচে টাইগ্রেসদের রেকর্ডের বন্যা

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হারের পর টানা দুই জয়। মালেশিয়ার বিপক্ষে জয়টা বাংলাদেশের মেয়েরা পেয়েছে ১১৪ রানের ব্যবধানে। এমন এক জয়ের পর টাইগ্রেসরা নারী এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে। ১.৯৭১ নেট রানরেট নিয়ে বাংলাদেশ সেমির জন্য ফেবারিট বলাই যায়। থাইল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে নাটকীয় কিছু না ঘটলে বাংলাদেশকেই দেখা যাবে ভারতের বিপক্ষে সেমিফাইনালে।

শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত এই ম্যাচে বুধবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশের মেয়েরা। জবাবে বড় রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বেশিদূর এগোতে পারেনি মালয়েশিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থেমেছে তাদের ইনিংস। সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। 

বাংলাদেশ জয় পেয়েছে ১১৪ রানের ব্যবধানে। এটি বাংলাদেশের নারী ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। এশিয়া কাপে অবশ্য এটাই সর্বোচ্চ ব্যবধানের জয়। সামগ্রিকভাবে টাইগ্রেসদের সবচেয়ে বড় জয় এসেছে ২৪৯ রানে। সেটি এসেছিল মালদ্বীপের বিপক্ষে। সেদিনই বাংলাদেশের নারী ক্রিকেটাররা গড়েছিল নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর। 

বড় জয়ে এশিয়া কাপের সেমির পথে বাংলাদেশ

দুর্দান্ত এই জয়ের দিনে বাংলাদেশের মেয়েরা গড়েছে আরও বেশকিছু রেকর্ড। মালেশিয়ার বিপক্ষে ১৯১ রানের এই দলীয় সংগ্রহ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া এশিয়া কাপেও টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির এটি।  

বাংলাদেশের হয়ে এদিন বড় রানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন ওপেনার মুর্শিদা খাতুন এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মুর্শিদা করেছেন ৫৯ বলে ৮০ রান। আর ৩৭ বলে ঝড় তুলে ৬২ রান করেছেন অধিনায়ক জ্যোতি। দুজনেই নাম তুলেছেন রেকর্ডবুকে। 

নিগার সুলতানা জ্যোতি আজ ৫ চারের সঙ্গে মেরেছেন ২ ছক্কা। এশিয়া কাপে বাংলাদেশে হয়ে সর্বোচ্চ ছক্কার অধিকারী এখন টাইগ্রেস অধিনায়ক। সর্বোচ্চ ১৫টি ছয় এসেছে তার ব্যাট থেকে। তার ৬২ রানের ইনিংস বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ১০ম সর্বোচ্চ। আর এশিয়া কাপের সাপেক্ষে ২য়। 

জ্যোতি রেকর্ডবুকে আছেন। অবধারিতভাবে আছেন মুর্শিদা খাতুন নিজেও। এশিয়া কাপে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ মুর্শিদার। আর সবমিলিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটে মুর্শিদার ৮০ রানের ইনিংস আছে ৩য় স্থানে।