নির্বাচনে ২০০ ভোট পেয়ে মো. জসিম মোল্যা সভাপতি এবং ২১৪ ভোট পেয়ে মো: আশরাফুল আলম হান্নান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে উজ্জ্বল মোল্যা, সহ-সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ পদে কিশোর কর্মকর নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকলি ৪টা পর্যন্ত মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহণ করা হয়। এতে ৩৬৬ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ৩৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার এ ফলাফল ঘোষণা করেন।