আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি মানুষের জীবনের শ্রেষ্ঠ আশ্রয় "মা"কে উৎসর্গ করে উদযাপিত হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এই দিনটি।
মা শুধু একটি শব্দ নয়—এ যেন এক অনুভব, এক অবিনাশী আবেগ। তিনি না থাকলেও তাঁর ছায়া থাকে আমাদের প্রতিটি শ্বাসে, প্রতিটি মুহূর্তে।
আমার মা আজ আর এই পৃথিবীতে নেই। তবু তাঁর স্মৃতি প্রতিটি নিঃশ্বাসে ধরা দেয়। সেই গ্যাদাকালে মা আমাকে বারান্দায় রেখে পুকুর থেকে পানি আনতে গিয়ে ফিরে এসে দেখেন—আমি নেই! চোখে মুখে আতঙ্ক, বুকের ভেতর ছটফটানি নিয়ে ছুটেছেন চারদিক ছুঁড়ে আমায় খুঁজে পেতে।
আর সেই আমি—আজ বড় হয়েছি, মায়ের সেই গল্প আমি শতবার শুনেছি তাঁর মুখে। আজও মনে হয়, মা জড়িয়ে ধরে বলছেন, "তুই আমার বুকের ধন, তোকে হারাতে পারি না।" আজ আমি সেই অবহেলায় হারিয়ে যাওয়া সন্তান, মায়ের মুখে গল্প শোনার অপেক্ষায় বসে আছি, যদিও জানি, আর কোনোদিন সেই গল্প শোনা হবে না। তবু প্রতিবার মা দিবসে মনে হয়—মা আছেন। তিনি আছেন আমার স্মৃতির প্রতিটি স্তরে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়। হে আল্লাহ, তুমি আমার মাকে বেহেশতের সর্বোচ্চ জান্নাত দান করো—আমিন।
মা দিবস (Mother’s Day) প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি একটি আন্তর্জাতিক উপলক্ষ, যার মাধ্যমে মায়েদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানানো হয়। এই দিনটি শুধুই উৎসব নয়—এটি এক গভীর উপলব্ধি, যেখান থেকে জীবনের সবটুকু প্রেম, ত্যাগ ও মমতা উঠে আসে এক শব্দে—“মা”।