তিনি ইউএসএর মিশিগান থেকে এসে লন্ডনে অবস্থান করে ২৪ অক্টোবর বাংলাদেশের পথে রওয়ানা হবেন। উল্লেখ্য বদরুল ইসলাম সিলেট ৩ আসনের মাননীয় এমপি হাবিবুর রহমান হাবিবের ঘনিষ্ঠ বন্ধু। গত শুক্রবার সন্ধায় রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের ভাইস প্রেসিডেন্ট, বৃটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডিরেক্টর এমদাদুর রহমানের উদোগে রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি নেতা আফসর হোসেন এনামের পরিচালনায় মত বিনিময় সভায় স্বাগত জানান মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল। এতে মারুফ আহমেদ, মহিবুল্লাহ খান, আজিজুর রহমান টিপু সহ আরো অনেকে উপস্হিত ছিলেন। সভায় বদরুল ইসলাম দক্ষিণ সুরমা সহ এলাকার বিভিন্ন জনসেবামুলক কাজের কথা তুলে ধরেন ও তিনি যাতে আগামীতে এলাকার জনগনের সেবায় আরো বেশী আত্ম নিয়োগ করতে পারেন তার জন্য সকলের দোয়া কামনা করেছেন।