এবার ব্যবহারকারীদের জন্য চ্যাটকে আর সহজ করে তোলার ‘লিস্টস’ নামে এক ফিচার নিয়ে আসছে। এর মাধ্যমে গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা যাবে।
এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন- পরিবার, অফিস এমনকি প্রতিবেশী ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। একাধিক আইটেম যোগ করা: ব্যবহারকারীরা লিস্টে বিভিন্ন আইটেম যোগ করতে পারবেন, যা সহজেই পড়া ও পরিচালনা করা যাবে।
সহজ শেয়ারিং অপশন: এক ক্লিকেই এই তালিকা শেয়ার করা যাবে, যা চ্যাটের মধ্যে সুবিধাজনকভাবে প্রদর্শিত হবে।
অনেক বেশি সংগঠিত: হোয়াটসঅ্যাপের অন্যান্য ফিচারের পাশাপাশি এটি অনেক বেশি সংগঠিত ভাবে তথ্য উপস্থাপনে সহায়ক হবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ এই ফিচার পরীক্ষামূলক অবস্থায় চালু করেছে, তবে খুব শিগগিরিই বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচার অনেক কাজে দিবে।
এদিকে কয়েক মাস আগেই মেটা এআই অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই উত্তর দিয়ে দিচ্ছে।