এলিমিনেটর ম্যাচে করাচির বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিং করবে লাহোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
সাকিব গত ম্যাচেও একাদশে ছিলেন। ব্যাট হাতে ডাক মারলেও বল হাতে ভালো পারফর্ম করেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাই একাদশে টিকে গেছেন তিনি। তবে দলের সঙ্গে নতুন যোগ দেওয়া মেহেদি হাসান মিরাজ ও বিরতির পর যাওয়া রিশাদ হোসেনকে বেঞ্চে বসেই সময় পার করতে হচ্ছে।
ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস ভিন্স, সাদ বেগ, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজি, মোহাম্মদ নবী, ফাওয়াদ আলী, আব্বাস আফ্রিদি, হাসান আলী, মীর হামজা।