• 05 May, 2024

কথা বলা বন্ধ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী

কথা বলা বন্ধ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী

দখলদার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট একে-অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হারেৎজের তথ্য অনুযায়ী, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ তার দলের একটি বৈঠকে এমন দাবি করেছেন। বৈঠকে লাপিদ ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভা নিয়েও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘যুদ্ধকালীন মন্ত্রীসভা এখন একটি লজ্জাজনক প্রতিশোধ ও একে-অপরের বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে। এছাড়া এখানে এমন বিষয় আলোচনা হয় যেগুলোর কোনো ফলাফলই নেই।’

ইয়ার লাপিদ তার দলীয় বৈঠকে আরও দাবি করেছেন, যুদ্ধকালীন মন্ত্রীসভা সেনাবাহিনীর কমান্ডারদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। আর এসব কারণে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল গত শনিবার এক প্রতিবেদনে জানায়, মন্ত্রীসভার বৈঠক থেকে রেগে চলে যান প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। মূলত বৈঠকে সহযোগী রাখা না রাখা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার দ্বন্দ্ব দেখা দেয়। আগে থেকেই দুজনের মধ্যে সম্পর্ক খারাপ থাকায় ছোট একটি বিষয় বড় বিষয়ে পরিণত হয়।