• 05 Oct, 2025

কন্যাশিশু লারা নয়, বরুণের প্রথম সন্তান পোষা কুকুর!

কন্যাশিশু লারা নয়, বরুণের প্রথম সন্তান পোষা কুকুর!

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান। তরুণ প্রজন্মের কাছে যিনি বেশ জনপ্রিয়; এক দশকের বেশি সময় ধরে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি একটি শোতে এই অভিনেতা প্রকাশ করলেন তার মেয়ে লারা এবং পোষা কুকুর জোয়ের প্রতি ভালোবাসার কথা। বললেন, তার কাছে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং পোষ্য জোয়েই তাকে বাবা হওয়ার জন্য প্রস্তুত করেছে।

টুইঙ্কল খান্নার সঞ্চালনায় সেই শো-এ বরুণের সঙ্গে ছিলেন তার বন্ধু আলিয়া ভাট। সেখানেই বরুণ তার ব্যক্তিগত জীবন ও পিতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

এক পর্যায়ে বরুণ বলেন, ‘আমার প্রথম সন্তান জোয়ে যখন আমার জীবনে এসেছিল, তখন আমি অনেক বদলে গিয়েছিলাম’। এ বিষয়ে টুইঙ্কল মজার গলায় বলেন, ‘তাহলে আপনি আপনার কুকুরের কারণে বদলেছেন, সন্তানের জন্য নয়?’ এ বিষয়ে আলিয়া ভাট বলেন, ‘জোয়ে যেহেতু প্রথম বরুণের জীবনে এসেছে, তাই ও সন্তানের আগমনের প্রস্তুতিতে সাহায্য করেছে’।

 

উল্লেখ্য, বরুণ ধাওয়ান তার ছোটবেলার প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেছেন। বিয়ের চার বছর পর চলতি বছরের জুন মাসে তাদের মেয়ে লারার জন্ম হয়।