সোমবার (২৫ নভেম্বর ) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ এ কথা জানান।
তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পথে কিংবা আসার পথে সৌদিতে ওমরাহ করে আসতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
তিনি আরও বলেন, সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তিনি সৌদি বাদশার পক্ষ থেকে ম্যাডামকে সালাম জানিয়েছেন। ম্যাডাম তার মাধ্যমে সৌদি বাদশাকে সালাম জানিয়েছেন।