আজ (শুক্রবার) বছিলার পশ্চিমাঞ্চল পুলিশ লাইন মাঠে এই বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীকে শপথ বাক্য পাঠ করান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুর লাউতলা ও রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রমে অংশ নেবেন তারা।
এদিকে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোকে আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা-ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।