• 10 Oct, 2024

কেরানীগঞ্জে আলম মার্কেটে আগুন

কেরানীগঞ্জে আলম মার্কেটে আগুন

ঢাকার কেরানীগঞ্জে আগানগরের আলম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার(১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জে ছয়তলা বিশিষ্ট আগানগরের আলম মার্কেটের ষষ্ঠতলায় আগুনের সূত্রপাত হয়েছে।

ওই খবরে ঘটনাস্থলে মোট তিনটি ইউনিট পাঠানো হয়। ফায়ার কর্মীরা ৯টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। এরপর ৯টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।