মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে ঢুকতে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পিছনে রেলওয়ের আন্ডার পাস। এই রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।রেল লাইনের কাজের সুবাদে বিগত কয়েকবছর যাবত এই জায়গা টার বেহাল দশা। যা বৃষ্টিতে দূর্বিষহ হয়ে ওঠে। কখনো কখনো এখানে হাটু পানি জমে বাজারে আনা পণ্য এবং মানুষ চলাচলের অযোগ্য হয়ে যায়।এমন কি সারা বছর ই এখানে কাদা থাকেই।
বাজারে যাতায়াতের মেইন পথ হওয়া সত্তেও এবং মানুষের দূর্ভোগ হওয়া সত্ত্বেও এটাকে সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। এলাকাবাসীর কথা যে আমাদের এই একটা রাস্তা দিয়ে ভাটিয়াপাড়া মোড় থেকে ভাটিয়াপাড়া বাজারে যেতে হয় এলাকাবাসীদের একটাই চাওয়া যত দ্রুত সম্ভব রাস্তাটা মেরামতের ব্যবস্থা করে দেয়া হোক।