• 17 Feb, 2025

কার ওপর মেজাজ হারালেন ঋষি পুত্র?

কার ওপর মেজাজ হারালেন ঋষি পুত্র?

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তবে আসন্ন এই সিনেমার প্রচারে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। বুধবার তাকে দেখা মাত্রই ছবি তুলতে যান আলোকচিত্রীরা।

 কিন্তু ছবি তোলার মতো মেজাজে না থাকায় ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে আলোকচিত্রীরা ঘিরে ধরে বলেন, ‘একটু দাঁড়ান, একটু দাঁড়ান।’ তাতেই মেজাজ হারিয়ে অভিনেতা বলেন, কেন দাঁড়াব? 

এমনিতেই বদমেজাজি বলে দুর্নাম ছিল ঋষি কাপুরের। রণবীর কাপুরও বেশ কয়েক বার সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারিয়েছেন। এমনকি তার নামে দুর্নাম রয়েছে, স্ত্রী আলিয়া ভাটের ওপর নাকি খবরদারি করেন। 

যদিও তার স্ত্রী সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তবে অ্যানিমাল মুক্তির আগে কী কারণে রণবীরের মেজাজ খারাপ হলো তার কারণ এখনও অজানা।