• 09 May, 2024

জনগণের মন জয় করতে হবে, এটাই বড় চ্যালেঞ্জ : পঙ্কজ

জনগণের মন জয় করতে হবে, এটাই বড় চ্যালেঞ্জ : পঙ্কজ

বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে উল্টো পঙ্কজ দেবনাথের আপিলে শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে ইসি। এ প্রসঙ্গে পঙ্কজ দেবনাথ বলেন, এখনও জাতীয় পার্টি ও মুক্তিজোটের প্রার্থী নির্বাচনে আছে। সুতরাং আমাদেরকে জনগণের মন জয় করতে হবে, আর এটাই হবে বড় চ্যালেঞ্জ।


শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পঙ্কজ দেবনাথ বলেন, শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এখন হয়তো শাম্মী আহমেদ হাইকোর্টে যেতে পারেন। তবে আমার নির্বাচনী এলাকায় এখনো জাতীয় পার্টি, মুক্তিজোটের প্রার্থী রয়ে গেছে। সুতরাং নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে।

 

তিনি বলেন, নির্বাচনটি গ্রহণযোগ্য স্বচ্ছ করতে হবে। কাজেই নির্বাচন করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের মন জয় করেই জিতে আসতে হবে।

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করহ হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রেখেছে কমিশন। আপিলের রায় ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।