লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলের লাল গালিচায় হেঁটে নিজের আকাঙ্ক্ষাও পূরণ করলেন তিনি। এসময় তার পরনে ছিল ঝলমলে শাড়ি ও তার সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ। বলিউডের সবাই শাড়ি বা যে কোনো এথনিক পোশাকের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন সব্যসাচীর উপর।
এদিন বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে দ্য জোন অব ইন্টারেস্ট ছবির জন্য পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা।
এই লুকের তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ইন্সটা আইডিতে। দীপিকাকে এমন আবেদন ছড়াতে দেখে ভক্তরা বেশ খুশি। পোস্টের রিপ্লাইয়ে দীপিকাকে নিয়ে বেশ প্রশংসা করতেও দেখা গেছে নেটিজেনদের।