এ সময় একে একে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি, মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, মাননীয় হুইপ মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, মাননীয় হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি, মাননীয় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, মোহাম্মদ জাহেদ শেখ, টুংগীপাড়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার আমিনুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
এরপরে সমাধি কমপ্লেক্স এ্যাডমিন ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।