• 14 Dec, 2024

ইসলামী শাসন ব্যবস্থা ছিল বিশ্বের সেরা শাসন ব্যবস্থা -শিবিরে কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল

ইসলামী শাসন ব্যবস্থা ছিল বিশ্বের সেরা শাসন ব্যবস্থা -শিবিরে কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থা ছিল বিশ্বের সেরা শাসন ব্যবস্থা। সমাজকে নেতৃত্ব দিতে হলে সকল নেতা কর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

বুধবার (২০ নভেম্বর) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা আয়োজিত বাছাইকৃত কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন। 

নড়াইল জেলা ইসলামী ছাত্রশিবিরে সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, ছাত্র শিবিরের কেন্দ্রিয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবিদ হাসানসহ নেতৃবৃন্দ।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের নড়াইল জেলা সেক্রেটারি  এস এম সালাউদ্দিন। অনুষ্ঠানে জেলার সকল শাখার প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।