• 28 Apr, 2024

ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্লু ভেরিফায়েড করুন খুব সহজেই

ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্লু ভেরিফায়েড করুন খুব সহজেই

সামাজিক মাধ্যম ব্যবহারে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে কে না পছন্দ করে। ফেসবুক কিংবা ইন্সটাগ্রামে প্রতিদিনের আপডেট দিতে ভালোবাসেন নেটিজেনরা।

আর সেই একাউন্টটি যদি হয় ব্লু ভ্যারিফায়েড? তবে নিজেকে নেটদুনিয়ায় উপস্থাপনটাই হয়ে ওঠে অনন্য আর ব্যতিক্রম। আপনি যদি শিল্পী, সোশ্যাল ইনফ্লুইয়েন্সার কিংবা কোনও সংস্থা বা ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী হোন তবে বেশ কিছু ধাপ অবলম্বন করে আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি আজই ব্লু ভেরিফায়েড করে নিতে পারেন। কেননা ব্লু চেকমার্ক করা অ্যাকাউন্টকে নেটিজেনরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

এমন ব্লু চেকমার্ক এখন টুইটার, ফেসবুকে দেখা যায়। চিহ্নটি নিশ্চিত করে, এ অ্যাকাউন্ট সামাজিক মাধ্যমে বিশ্বস্ত। এটি পাওয়ার জন্য যেকোনও ব্যক্তি ইন্সটাগ্রাম অনুরোধ করতে পারেন। তবে বেশ কিছু নিয়ম মেনে তবেই পাওয়া যাবে এ ব্যাজ।

যেভাবে আবেদন করা যাবে

প্রথমেই ইন্সটাগ্রাম প্রোফাইলে যেতে হবে। তারপর উপরের ডানদিকে কোণায় hamburger icon-এ ট্যাপ করতে হবে। এরপর Settings-এ গিয়ে ট্যাপ করতে হবে Account-এ। এরপর Request Verification-এ ট্যাপ করতে হবে। এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথভাবে পূরণ করে ফেলতে হবে। নিজের আইনি নাম এবং ‘known as’ বা কাজের নাম (যদি প্রযোজ্য হয়) জানিয়ে দিতে হবে। এরপর নিজের বিভাগ বা শিল্প নির্বাচন করতে হবে। (যেমন: ব্লগার/ইনফ্লুয়েন্সার, খেলাধুলা, সংবাদ/মিডিয়া, ব্যবসা/ব্র্যান্ড/সংস্থা, ইত্যাদি)।

সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিসিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে। এরপর সেটি জমা দিয়ে দিতে হবে।

এরপর ইন্সটার একটি প্রতিনিধি দল এ আবেদন পর্যালোচনা করে দেখবে। ইন্সটাগ্রাম খুব স্পষ্টই বলেছে যে, তারা এজন্য কোনও ই-মেইল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্য ভাবে যোগাযোগ করবে না। কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।