গতকাল শাহবাগ মোড়ে দুপুরে মাদ্রাসার শিক্ষকদের শান্তিপূর্ণ অহিংস সমাবেশে শিক্ষকদের ওপর যে নির্মম নিষ্ঠুরভাবে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করেছে, তা এ সভ্যসমাজে অনুচিত। তাতে হামলায় কয়েকজন আহত হয়েছেন। আমরা এই সরকারের বর্বরোচিত হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষকরা জাতির অভিভাবক। শিক্ষকদের ওপর এই অমানবিক নিষ্ঠুর হামলা জাতি কখনো মেনে নিবে না। বছরের পর বছর তাঁরা স্বল্প বেতনে চাকরি করে আসতেছে, যা একেবারে অমানবিক। তাঁদের আন্দোলন যৌক্তিক। তাঁদের জীবন বাঁচার মৌলিক অধিকার, তাঁদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা করার জন্য অন্তবর্তী সরকারের নিকট আহ্বান করছি।