• 12 Oct, 2024

হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার, জাবিতে কোনো কমিটি নেই : ছাত্রদল

হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার, জাবিতে কোনো কমিটি নেই : ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কোনো কমিটি নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটি বলছে, জাবিতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এসব কথা হয়।

 

প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোনো অঙ্গ সংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিল না বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অবিলম্বে সব খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।