• 04 May, 2024

হরতাল-অবরোধ চান না জনস্বার্থে বাংলাদেশ

হরতাল-অবরোধ চান না জনস্বার্থে বাংলাদেশ

চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. ইব্রাহিম খাঁন বলেছেন, ‘দেশের অর্থনীতিকে ধ্বংস করে এমন কর্মসূচি আমরা চাই না। ‘আমরা হরতাল-অবরোধ চাই না।’

শ্রক্রবার এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘আমরা হরতাল-অবরোধ চাই না। জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন জমাদার বলেন, ‘আমরা মনে করি হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। এ ধরনের কর্মসূচিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।’
চলমান হরতাল-অবরোধের কারণে পণ্য পরিহন খরচ বেড়ে গেছে উল্লেখ করে এই নেতা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে এক গাড়ি পণ্য পরিবহন ভাড়া ১৭ হাজার টাকা। কিন্তু চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে এখন ভাড়া ৩২ হাজার টাকা দিতে হচ্ছে। এই বাড়তি ব্যয় ব্যবসায়ীর পকেট থেকে যাচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
বাবুল হোসেন আরো বলেন, চলমান রাজনৈতিক কর্মসূচি বন্ধের আহবান জানাই। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার ইব্রাহিম খাঁন চলমান রাজনৈতিক কর্মসূচির কঠোর সমালোচনা করে বলেন, এই যে হরতাল-অবরোধ হচ্ছে, ভাংচুর হচ্ছে তাতে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে এর প্রতিবাদ করা প্রয়োজন। ব্যবসায়ীদের একত্রিত করে এর প্রতিবাদ জানানোর জন্য তিনি এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতির প্রতি আহবান জানান।