• 07 Dec, 2023

হৃতিককে মেট্রোতে পেয়ে যা করলেন ভক্তরা

হৃতিককে মেট্রোতে পেয়ে যা করলেন ভক্তরা

মুম্বাইয়ের তীব্র যানজটের চক্রে একবার যিনি ফেঁসেছেন, তিনিই জানেন! একবার যানজট বৃষ্টি হলে কথাই নেই! ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে সেই যানজটে। এবার সেই যানজট এড়াতেই মেট্রো ধরলেন হৃতিক রোশন।

শুক্রবার ভর দুপুরে শুটিং লোকেশনে পৌঁছাতে মেট্রো ধরেন বলিউড স্টার। মূলত সেদিন কিছু ফাইটিং সিকোয়েন্সের শুট ছিল। সেটা করতে যাচ্ছিলেন এ অভিনেতা।

এদিকে মুম্বাই মেট্রোতে প্রিয় নায়ককে দেখে অনুরাগীদের তো অস্থির অবস্থা। 

হৃতিক নিজেই মেট্রো চড়ার সেই মুহূর্ত শেয়ার করেছেন। ক্যাপশন দিয়েছেন, গরম ও যানজট থেকে বাঁচতে মেট্রো চড়লাম। অভূতপূর্ব এক অভিজ্ঞতা। যা দেখে ভালোবাসা জানিয়েছেন প্রেমিকা সাবা আজাদও। অনিল কাপুরের মন্তব্য, ‘বিনম্র ও যত্নবান ফাইটার।’

এদিকে ভর দুপুরে স্বয়ং হৃতিককে দেখে অনুরাগীদের উন্মাদনা দেখে কে! কেউ সেলফি তোলার আবদার করেন তো কেউ প্রিয় অভিনেতাকে এক মুহূর্তের জন্য ছুঁয়ে দেখার আবদার। হৃতিকও সে সব আবদার ফিরিয়ে দেননি। সবার আবদার মেনেই মেট্রো সফর উপভোগ করলেন, সেলফি তুললেন। 

তারকাসুলভ হাবভাব পরিত্যাগ করে হাসি মুখে কথা বলেছেন সবার সঙ্গে। তা আরও মুগ্ধ করেছে ভক্তদের।