শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের দোয়া মাহফিল
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন।
চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘হাওয়াই দ্বীপের মাউইজুড়ে সবচেয়ে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।
বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের পরিবার এবং এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।
এ চ্যালেঞ্জিং সময়ে আমেরিকার সরকার ও জনগণের পাশে বাংলাদেশ আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সব সম্মুখসারির উদ্ধারকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। শেখ হাসিনা আরও বলেন, এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন-তাদের জন্য আমরা প্রার্থনা করছি। এর আগে, মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্মগ্রহণ করেন। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নানা আয়োজনে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হচ্ছে ।