• 10 Oct, 2024

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন এরদোয়ান

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন এরদোয়ান

গাজা উপত্যকায় ইসরায়েল যা করছে, তা কোনও রাষ্ট্রের কর্মকাণ্ডের মতো নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের চলমান ভয়াবহ হামলার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলেও অভিহিত করেছেন তিনি।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) নেতাদের বৈঠকে এসব কথা বলেছেন এরদোয়ান। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলের ভুলে যাওয়া উচিত নয় যে, যদি একটি রাষ্ট্রের পরিবর্তে তারা সংস্থার মতো কাজ করে তাহলে সেটির শেষও হবে সেভাবে। ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ‘লজ্জাজনক পদ্ধতি’ ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, গাজায় অসামঞ্জস্যপূর্ণ এবং নীতিহীন আক্রমণ ইসরায়েলকে বৈশ্বিক জনমতের দৃষ্টিতে একটি অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত জায়গায় নিয়ে যেতে পারে।

এরদোয়ান বলেন, ‘বেসামরিক বসতিতে বোমাবর্ষণ, নির্বিচারে বেসামরিক লোকজনকে হত্যা, ওই অঞ্চলে মানবিক সহায়তা নিয়ে আসা যানবাহনে বাধা এবং এসব কাজকে দক্ষতা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা কেবল একটি (সন্ত্রাসী) সংগঠনের প্রতিফলন হতে পারে, রাষ্ট্রের নয়।’

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে এরদোয়ান বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেকোনও ধরনের পদক্ষেপ বা বেসামরিক বসতিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলাকে ন্যায়সঙ্গত বলে মনে করে না তুরস্ক। সব ধরনের লজ্জাজনক পদ্ধতিতে সংঘটিত এই সংঘাত কোনও যুদ্ধ নয়, বরং গণহত্যা, বলেন তিনি।

গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলায় গাজা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। আর হামাসের হামলায় ইসরায়েলিদের মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।

সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল।