• 13 Jul, 2025

হাজারীবাগের আগুন : অর্ধকোটি টাকার মালামাল উদ্ধার

হাজারীবাগের আগুন : অর্ধকোটি টাকার মালামাল উদ্ধার

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে সেখান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২২ জুন) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়া, ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।এ ছাড়া আগুনে কেউ হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি বলেও জানান তিনি।