• 08 Sep, 2024

গোপীবাগে ট্রেনে আগুন : দগ্ধ ৮ একজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন

গোপীবাগে ট্রেনে আগুন : দগ্ধ ৮ একজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে আট জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- আসিফ মো খান (৩০), ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিস আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রিহান (৬), মো ইকবাল (৪৮) ও দিহান (১১)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত জরুরি বিভাগে ৮ জন এসেছেন। তাদের মধ্যে আসিফ মো খান ৮ শতাংশ দগ্ধ, নাফিজ আলম ৫ শতাংশ দগ্ধ, ডা. কৌশিক আহমেদের ইনহেলেশন স্টিম, মাসুদ রানার এ‍্যাসপিরেশন স্টিম ও বাকিদের ইনহেলেশন ইনজুরি হয়েছে। সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এসএএ/এমএসএ