গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন এবং আইন বিভাগের সভাপতি ড. রাজীউর রহমান উক্ত বিষয়াদির আলোকে মূল্যবান আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।