• 18 Jun, 2024

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে এই ঘোষণা দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।তিনি বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।’