এবার আইপিএল শুরু হওয়ার অনেক আগেই দল বদলেছিলেন হার্দিক। অনেক জলঘোলা করে গিয়েছেন ‘নিজের ঘর’ মুম্বই ইন্ডিয়ান্সে। তা যে গুজরাটের সমর্থকেরা ভাল ভাবে নেননি তার প্রমাণ পাওয়া গেল রোববার। মুম্বইয়ের অধিনায়ক হিসাবে আহমেদাবাদে টস করতে নামার সময়েই দর্শকদের বিরূপ আচরণের মুখে পড়তে হল হার্দিককে। দেওয়া হল ব্যাঙ্গাত্মক শিস।
টসের পর হার্দিক যখন সঞ্চালকের সঙ্গে কথা বলছেন তখন মাঠের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্গাত্মক শিস শোনা যায়। কেউ কেউ কটাক্ষও করতে থাকেন। যদিও অনেকেই দাবি করেছেন, বিষয়টি ভুল। হার্দিককে লক্ষ্য করে কেউ শিস দেননি। তবে কেভিন পিটারসেন সে কথা স্বীকার করেছেন। উল্লেখ করেন, ভারতে কখনোই এমন কিছু দেখেননি তিনি।
টসের সময় রোহিতকে নিয়ে কোনও কথা বলেননি হার্দিক। তবে মুম্বাইয়ে ফেরা নিয়ে মন্তব্য ঠিকই করেছেন এই অলরাউন্ডার, ‘গুজরাটে আমার জন্ম। অনেক সাফল্য পেয়েছি এখানে। তাই এই সমর্থক এবং রাজ্যের কাছে বরাবর কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার ক্রিকেটীয় জন্ম মুম্বইয়ে। তাই সেই দলে ফিরতে পেরে ভাল লাগছে।’