• 13 Jul, 2025

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

ঢালিউড কিংবা টলিউড— এখন দুই বাংলাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো কলকাতা, আবার কখনো ঢাকা— সিনেমার প্রচার ও শুটিং নিয়েই দৌড়াদৌড়ি তার!

তবে কাজের ব্যস্ততার ফাঁকেও মাটির সঙ্গে মিশতে ভালোবাসেন এই অভিনেত্রী; তা জানান দিয়েছেন বহুবার। কখনো নানা জাতের সবজি চাষ করছেন, আবার কখনও ফল! বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি বাগান কিংবা কৃষিকাজ তার যেন অন্যতম প্রিয় শখ। 

নিজের জন্য একটি ছোট্ট ফার্ম করেছেন জয়া আহসান; প্রায়ই সেখান থেকে ধরা দেন অভিনেত্রী। রোববার সামাজিক মাধ্যমে নিজের সেই ফার্ম হাউজের কিছু ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের মাঝে। তাতে দেখা যায়, পেঁপে, পিচফল এর মতো গাছ ও তার ব্যাপক ফলন! 

দেখা যায়, পেঁপের গাছের পাশে সবুজ পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় জয়াকে। আর থেকে দেখে মুগ্ধ ভক্তরাও। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনের লক্ষ্য; আমার ছোট্ট ফার্ম নিয়েই আমি সুখী!’

উল্লেখ্য, কলকাতায় ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা ও ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষে সদ্যই দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এসেই খামারে সময় কাটাতে দেখা গেল তাকে। অন্যদিকে কিছু প্রেক্ষাগৃহে একযোগে চলছে জয়া আহসানের দুটি ছবি—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি চলচ্চিত্রেই রয়েছে তার প্রশংসনীয় অভিনয়।