অলিম্পিক ফাইবারের রেয়াত ও ভ্যাট ফাঁকির তেলেসমাতি
সিমেন্ট ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স অলিম্পিক ফাইবার লিমিটেড। প্রতিষ্ঠানটি তিন বছরে প্রায় কোটি টাকার ওপরে রাজস্ব ফাঁকি দিয়েছে। গত পাঁচ বছর আগে থেকে রাজস্ব সংক্রান্ত প্রতারণা শুরু করে বরিশালের রূপাতলিতে অবস্থিত প্রতিষ্ঠানটি। ২০১৯-২০ থেকে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবা গ্রহণের বিপরীতে রেয়াত ও ভ্যাটফাঁকি দিয়েছে এক কোটি তিন লাখ টাকা।