শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া ( ৩৫)।
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এটির কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হতাহতরা এ প্রতিষ্ঠানের কর্মচারী। ঘটনার সময় তারা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে একটি কাভার্ডভ্যান চার পথচারীকে চাপা দেয়। এতে আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন এবং আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেন জানান পুলিশের এ কর্মকর্তা।