দলগতে শুধু রোমানরা কোয়ার্টারে
সকালে কাবাডি কোর্টে যখন লড়ছিলেন হাফিজা-তুহিনরা তখন রোমান-দিয়ারা খেলছিলেন আরচ্যারিতে।
আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না দুশমান্থা চামিরার। ৩১ বছর বয়সী ডানহাতি এই পেসার কাঁধের চোটে পড়েছেন। ফলে পুরো আসর থেকে ছিটকে গেছেন তিনি। দলটির লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গার ফিটনেস নিয়েও আছে শঙ্কা।
শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর অনলাইনকে একটি সূত্র জানিয়েছে, চামিরা কাঁধের ইনজুরিতে ভুগছেন এবং তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সদ্য সমাপ্ত লঙ্কান লিগে খেলার সময় এই ইনজুরিতে পড়েছেন তিনি।
এর আগে চলতি বছরের জুনে গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে চলে যান চামিরা। কিন্তু লঙ্কান লিগের আগে ওই ইনজুরি থেকে সেরে ওঠেন তিনি। নতুন ইনজুরি থেকে ঠিকঠাক সুস্থ হয়ে উঠলে তাকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
এশিয়া কাপের দলে লেগ স্পিনার হাসারাঙ্গকে রেখে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর কথাও জানিয়েছে ডেইলি মিররের। সম্প্রতি শেষ হওয়া লঙ্কান লিগের টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা হাসারাঙ্গা ফিটনেস টেস্টে পাস করলেই দলে অন্তর্ভুক্ত হবেন বলেও উল্লেখ করা হয়েছে। তাই তাকে নিয়েও শঙ্কা আছে।
সকালে কাবাডি কোর্টে যখন লড়ছিলেন হাফিজা-তুহিনরা তখন রোমান-দিয়ারা খেলছিলেন আরচ্যারিতে।
অপেক্ষার পালা প্রায় শেষ। আর মাত্র দিন দুয়েক পরই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। গতকাল (শনিবার) তিনটি ভিন্ন ডিসিপ্লিনে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তিনটিতেই হেরেছে তারা। এর মধ্যে এশিয়ান গেমসে দু’বার। একবার অনূর্ধ্ব-১৯ সাফ প্রতিযোগিতায়। এশিয়ান গেমসে স্কোয়াশ ও হকি এবং সাফ প্রতিযোগিতায় ফুটবলে শেষ হাসি হেসেছে ভারত।